Waruf

Call

বহু বছর পূর্ব থেকেই ভারতীয় উপমহাদেশে সনাতন প্রধান হওয়ায় ধন সম্পদের দেবী লক্ষী হিসাবে পরিগনিত। যখন কেউ গঠনমূলক ভাল কাজ করে তখন তা লক্ষীর ফল অর্জন তথা সম্পদ রক্ষনের প্রতিক হিসাবে হিন্দু সমাজে আদুরে ডাকা হত। কালক্রমে তা সবার মাঝে এক সাহিত্যিক রীতি হয়ে ওঠে যা সাংস্কৃতির রুপ। তাই পরিপাটি ভাল কাজ করলে ছোটদের লক্ষী বলা হয় যদিও বড়দের ক্ষেত্রেও কখনো কখনো ব্যবহার হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ