না কোনো সমস্যা হবে না । এবং সমস্যা হবে না বিধাই ৩২ জিবি ধারন ক্ষমতা দিয়েছে । তারপরেও ম্যাঝে মাঝে ফোন স্লো কাজ করতে পারে । তবে এতে কোন সমস্যা হবে না ।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি কি ফোন মেমরির কথা বোঝাতে চেয়েছেন নাকি এমনি মেমরির কথা বললেন সেটা বুঝলাম না


যদি ফোন মেমরি হয়ঃ
হ্যাঁ অবশ্যই আপনার ফোন স্লো কাজ করবে আর একদম পুরোপুরি মেমরি ভর্তি রাখলে ফোন হ্যাং ও করতে পারে আবার ফোন ব্রিক্ড ও করতে পারে সুতরাং ৩২ জিবি এর মধ্যে মিনিমাম ২জিবি আপনাকে ফাকা রাখতেই হবে

যদি সাপোর্ট মেমরি হয়ঃ
কোনো সমস্যা হবে না তবে মিনিমাম ১/২ জিবি ফাকা রাখুন ৩২ জিবির ক্ষেত্রে Otherwise যদিও বা সমস্যা হয় না তবে মেমরির উপর চাপ পরার কারনে মেমরি ক্র্যাস করতেও পারে   

#
Talk Doctor Online in Bissoy App
Call

আমার ফোনেও ৩২ জিবি সাপোর্ট করে।

তবে গত কিছু দিন আগে আমি কাস্টমার।

কেয়ার এ যায়।

উনারা আমাকে বলেন মেমোরি কত

জিবি ব্যাবহার করেন বললাম ৮ জিবি।


উনারা বললেন নেট ব্যাবহার করে

আমি উত্তর দিলাম জ্বি।

তখন উনারা বললেন মেমোরি

বেশি জিবির তা ব্যাবহার

করবেন না।


আমি প্রশ্ন করি কেনঃ

উত্তর এ বলেনঃ

যেহেতু নেট

ব্যাবহার করেন।

ভাইরাস ঢুকে

ফোনে মেমোরি বড়।হলে

বেশি জায়গা পায়।

তখন নানা ভাবে

সমস্যা করে যেমনঃ

ফোন হ্যাক করে,

মেমোরি তে জায়গা

থাকে না।

ফোন দ্রুত কাজ

করে না

ইত্যাদি।

আশা

করি বুঝতে

পেরেছেন।

আমি কি

বুঝাইতে চাইছি।

Talk Doctor Online in Bissoy App
Call

যেহেতু ৩২জিবি সর্বোচ্চ তাই ৩২জিবি ব্যবহার না করাই ভাল এতে করে ফোন অনেক স্লো কাজ করতে পারে 

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে ।এজন্য আপনার উচিত ৮জিবি অথবা ১৬ জিবি ব্যবহার করা।

Talk Doctor Online in Bissoy App