আমি ভোলা জেলায় থাকি। বাসার পাশেই (৫ মিনিটের পথ) সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। তাই আমার ৪.০৬ পয়েন্ট,ম্যাথ B এ নিয়ে ভর্তি হতে চাই। এখন কথা হল:- * আমি ভর্তি হতে পারব বা চান্স পাব? * যদি চান্স পাই কোন সাবজেক্টস গুলোতে পাব ও কোনটাতে পড়লে ভালো হবে? *ভর্তি হওয়ার জন্য কোনো টিপস্ জানা থাকলে বলেন প্লিজ *নিচের সরকারি নটিশ বই২০১৮ অনুযায়ী সরকারি পলিটেকনিক এর আবডেট তথ্যটা জানতে চাই :---- http://bteb.portal.gov.bd/sites/ default/files/files/bteb.portal.gov.bd/ notices/885dc85e_a3ce_42 9e_9564_0d82bc1e5343/1861.pdf
Share with your friends
Call

জি আপনে চান্স পাবেন ইনসআল্লাহ। পলিটেকনিকে ৩.৫০ GPA থাকলেই চান্স পাওয়া যায়। আর আপনে কোন বিষয়ে পরতে চান সেটা আপনার বিষয়। 

Talk Doctor Online in Bissoy App
Call

পলিটেকনিকে পড়ার সুযোগ পাবেন। তবে সরকারিতে চান্স পাবেন না।

Talk Doctor Online in Bissoy App

পলিটেকনিকের আশেপাশে দেখবেন ভর্তি আবেদন ফরম পুরন করা হয় (কম্পিউটারে) সেখান থেকে আপনি আবেদন করতে পারেন। বিস্তারিত ফরম পুরনের সময় বুঝতে পারবেন। চয়েস দিতে পারেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার। এছাড়া আপনার পারসনাল কোনো চয়েস থাকলে দিতে পারেন। তবে চান্স পাবেন কিনা তা বলা যাবেনা। 

Talk Doctor Online in Bissoy App