শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রণ তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয়, তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলে। যেসব অঙ্গাণু আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, সেসব অঙ্গাণু ইলেকট্রণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা হয়। কারণ এখানে দৃশ্যমান আরোর পরিবের্তে সেখানে ব্যবহৃত হয় শক্তিশালী তড়িৎ চুম্বক, যা ইলেকট্রন স্রোতের গতিপথ বাকিয়ে দিতে পারে; ঠিক যেরকম কাচ আলোকে বাঁকিয়ে দেয়। ফলে কোষের ভিতরকার অঙ্গাণু স্পষ্ট দেখা সম্ভব হয়।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ