শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দেহের অভ্যণ্তরে কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। এ টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়। অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে। দেহের নরম ও নাজুক অঙ্গসমূহকে যেমন-মস্তিষ্ক, মেরুরজ্জুকর্ড, ফুসফুস, হৃৎপিন্ড ইত্যাদিকে রক্ষা করে এবং বিভিন্ন ধরণের রক্তকণিকা উৎপাদন করে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ