শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রকৃত কোষ বলতে সেসকল কোষকে বুঝায় যাদের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিওবস্তু পরিবেষ্টিত সুগঠিত। ক্রোমোজোমে DNA প্রোটিন, হিস্টোন অন্যান্য উপাদান থাকে। বহুকোষী জীবের দেহ কোষগুলোতে উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান। তাই বহুকোষী জীবের দেহকোষকে প্রকৃত কোষ বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ