অষ্টাদশ শতকে ফরাসি অর্থনীতিবিদ টারগো সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারনা দেন ৷পরবর্তীতে অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট মার্সাল, রিকার্ডো এবং ম্যালথাস ঊনবিংশ শতাব্দীর দিকে এ বিধির বিজ্ঞানভিত্তিক ধারনা প্রদান করেন৷ আধুনিক অর্থনীতিবিদ স্টিগলার ও পি.এ স্যামুয়েলসন এ বিধি সমর্থন করেন ৷ মূলত অর্থনিতিবিদ আলফ্রেড মার্শালের হাতে এ বিধিটি পরিশালিত রুপ লাভ করে ৷
শেয়ার করুন বন্ধুর সাথে