tanmin

Call

স্ত্রী কুমারী হলে স্বাভাবিকভাবেই তার যোনি অনেক টাইট থাকবে। এবং প্রথম দিকে লজ্জার ফলে স্ত্রী ঠিকমত উত্তেজিতও হয়না। এজন্য যৌনমিলন করার আগে তাকে ভালো মত আদর করতে হবে যেন সে উত্তেজিত হয়। যোনিতে পিচ্ছিল পদার্থ আসলে সহবাস শুরু করা উচিত। এর জন্য আগে থেকেই লুব্রিকেন্ট কিনে রাখা যেতে পারে। কনডম ব্যবহার করলে অবশ্যই প্লেন কনডম ব্যবহার করতে হবে। তবে কোনভাবেই জোরাজুরি করা যাবেনা এতে হিতে বিপরীত হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ