Share with your friends
Jamiar

Call

 ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে এই  পিল সেবনের পর অনেকেরি অস্বাভাবিক ভাবে মাসিকের রক্ত পাত হয়ে থাকে আবার অনেকেরি অনিয়ম করে রক্তপাত হয়ে থাকে সুতারাং এটা বলা সম্ভব না যে কত খানি মিন্স আসলে গর্ভপাত সম্পূর্ন হবে । তবে এর জন্য নিশ্চিত হতে চাইলে ৭-৮ দিন মিন্সের রক্তপাত যাওয়ার পর আল্ট্রা করবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার গর্ভপাত সম্পূর্ন হলো কিনা । নাকি গর্ভে ভ্রুনের কোণ অংশ আছে তা জানতে পারবেন এবং প্রয়োজনে ডি & সি করা লাগতে পারে। সুতারাং আপনার মিন্স ৭ দিন গেলে বুঝবেন আপনার গর্ভপাত সম্পূর্ন হয়েছে। তবে হ্যা এই পিল সেবনের মাত্র ১ দিন  যদি রক্তপাত যায় তাহলে বুঝবেন গর্ভনষ্ট হয়েছে কিন্তু এই নষ্ট গর্ভ ক্লিয়ার ভাবে বের হলো কিনা তার জন্য পিল সেবনের ৭-৮ দিন অপেক্ষা করবেন এর পরেও অধিক রক্ত পাত হলে বা কম রক্তপাত হলে অবশ্যই গাইনি বিভাগের ডাক্তার দেখাবেন।আসা করি বুঝতেপারছেন।

Talk Doctor Online in Bissoy App