দোয়া কবুলের অনেক গুলো শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হলো - 

হারাম খাওয়া থেকে বিরত থাকা,

পিতা মাতার অবাধ্য না হওয়া,

কারো প্রতি জুলুম না করা,

সবসময় পাক পবিত্র থাকা,

মিথ্যা কথা না বলা,

গালিগালাজ না করা,

গীবত না করা,

এগুলো হলো দোয়া কবুলের শর্ত✔

দোয়া কবুলের উপায়ঃ-

বেশি বেশি আসতাগফিরুল্লাহ পাঠ করুন। 

দরূদ শরীফ পাঠ করুন। 

৫ওয়াক্ত নামাজ পড়ুন। 

ইসমে আজম পাঠ করুন। 

সূরা ফাতিহা& বাকারার শেষ ২ আয়াত পাঠ করুন। 

দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য নিয়ে দোয়া করুন। 

     


শেয়ার করুন বন্ধুর সাথে