Call

রবি গুনগুন একটি কলার রিং ব্যাক টোন সেবা, যেখানে গ্রাহক তার কলারের জন্যে গান, টোন, মিউজিক, মজার মেসেজ, কিংবা কোন শব্দ সেট করতে পারবেন। আপনি আপনার সকল কলারের জন্যে রবিগুনগুন সেট করতে পারবেন, যাতে আপনার কলার অপেক্ষা করার সময় শুনতে পারবেন।


আপনার কাঙ্খিত গুনগুন সেট করুন:

কোন নির্দিষ্ট একটি নম্বরের জন্যে অথবা কোন দলের জন্যে।

দিনের কোন নির্দিষ্ট সময়ের টোন সেট করতে পারবেন; যেমন, সকালের জন্যে, বিকেলের জন্যে, অথবা সন্ধ্যার জন্যে।

কোন বিশেষ দিনের জন্যে টোন সেট করতে পারবেন; যেমন, বাংলা নববর্ষ, বিজয় দিবস, নববর্ষ, বন্ধু দিবস ইত্যাদি।



কিভাবে গুনগুন ব্যবহার শুরু করবেন:

রবিগুনগুন সেবায় নিবন্ধন করা খুব সহজ! নিচে ক্লিক করে যে প্রক্রিয়া আপনার জন্যে সহজ মনে হয় সেটি অনুসরণ করুন:

নিবন্ধন: 
ইউএসএসডি’র মাধ্যমে:

কেবল *৮৪৬৬* ডায়াল করে নির্দেশনা অনুসরণ করে আপনি রবিগুনগুন সেবায় নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।


এসএমএস এর মাধ্যমে:

  • আপনার মেসেজ অপশনে যান।
  • Reg লিখে ৮৪৬৬ নম্বরে পাঠান। 
  • আপনি তাৎক্ষণিকভাবে একটি নিশ্চিতকরণ মেসেজ পাবেন। আপনি পুনরায় নিশ্চিত করতে Y লিখে ৮৪৬৬ নম্বরে পাঠিয়ে দিন।
  • আপনার রবিগুনগুন সেবা সচল হবে।

আইভিআর এর মাধ্যমে:

৮৪৬৬ নম্বর ডায়াল করে নির্দেশনা অনুসরণ করুন।

** চেপে নিবন্ধন

অন্য কারো রিংব্যাক টোন শোনার সময় আপনি কেবল ** (দুই বার) চেপে আপনার গুনগুন সেট করুন।

কিভাবে এসএমএস এর মাধ্যমে কোন গান অনুসন্ধান করবেন:

আপনি যদি গুনগুন অনুসন্ধান করতে চান, FIND লিখে গানের নাম/শিল্পীর নাম/অ্যালবামের নাম লিখে ৮৪৬৬ নম্বরে পাঠান।


কিভাবে গানগুলো র‌্যানডম করবেন:

আপনার গুনগুন ডাউনলোড লাইব্রেরি’তে একাধিক গান থেকে থাকলে, আপনি যেগুলো র‌্যানডম করতে চাইলে, random লিখে ৮৪৬৬ নম্বরে এসএমএস পাঠান।


কিভাবে এই সেবা বন্ধ করবেন:

এসএমএস: STOP অথবা off লিখে ৮৪৬৬ নম্বরে পাঠান। অথবা ১১১১ লিখে ৮৪৬৬ নম্বরে পাঠান। আইভিআর: ৮৪৬৬ নম্বর ডায়াল করে নির্দেশনা অনুসরণ করুন। ইউএসএসডি: *৮৪৬৬* ডায়াল করুন।

বি.দ্র. বি ওয়েব পোর্টাল থেকে  সংগ্রহীত 

বিস্তারিত জানতে...
https://www.robi.com.bd/vas/music/robi-goon-goon#hQGSbr7OuFXAg3Sh.99

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ