শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এমন ব্যাক্তি গাছ লাগালে সওয়াব পাবে, যে ব্যাক্তি গাছ লাগালে কোনো মানুষ বা পশুর সমস্যা বা ক্ষতি দেখা দিবে না বরং উপকার হবে। তখন সে সওয়াব পাবে এবং গাছ রুপনকারী ব্যক্তির জন্য, তার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হবে। কিন্ত এর বিপরীত হলে, সে কিছুই পাবে না বরং কোনো মানুষ বা পশুকে কষ্ট দেয়ার কারণে গুনাহগার হবে। আর তার শাস্তি হলো, যতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষতির জন্য, মানুষ এর কাছে মাফ না চাইবে ( অবশ্য সে মাফ করে না দিলে, সে মাফি পাবে না) বা পশুর ক্ষতির জন্য আল্লাহর নিকট মাফ না চাইবে। ততক্ষণ পর্যন্ত সে গোনাহগার থাকবে এবং আখিরাতে আল্লাহ তায়ালা তাকেও এমনভাবে ক্ষতিগ্রস্ত করবেন বা দুনিয়াতেই এমন শাস্তি দিবেন। আশাকরি, বিষয়টা বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ