Share with your friends

এটা নির্ভর করে সম্পূর্ণ এলাকা এবং ডাক্তারের উপর। গ্রাম এলাকায় হলে কম খরচ লাগবে। আর শহর এলাকায় হলে বেশি লাগতে পারে। এছাড়া যে ডাক্তার দিয়ে করাবেন সে যদি উচ্চ ডিগ্রীধারী হয় সেজন্য ফি বেশি লাগবে। আর যদি গোপন ভাবে করাতে চান তাহলে খরচ আরো বেশি লাগতে পারে। কারন বাংলাদেশের বেশিরভাগ লোক সুযোগসন্ধানী। আপনি বিপদে পড়েছেন জেনেই বেশি টাকা দাবী করতে পারে। কারন যত দেরী হবে ততই আপনার বিপদ। এজন্য টাকা বেশি চাইলেও আপনাকে করাতেই হবে। এই জন্য টাকার পরিমাণ বাড়তে পারে।

Talk Doctor Online in Bissoy App