Niloy8825

Call

আপনার প্রশ্ন স্ববিস্তারিত লিখুন|আপনি নও মুসলিম নাকি অন্য ধর্মের?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুনিয়াতে ইসলামের কথা বললে মানুষের সঙ্গী, সহচর, বন্ধু, সাথী থাকেনা। তখন নিজেকে বড়-ই একা লাগে। এমতাবস্থায় সবর করুন নিশ্চয় আল্লাহ ধৈর্য্যশীলদের সঙ্গে রয়েছেন। হযরত মুহাম্মদ (সাঃ) কে বাল্যকালে যারা তাঁকে আল-আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। তিনি যখন দুনিয়াতে ইসলামের কথা বললেন তারাই আবার তাকে পাগল বলে আখ্যায়িত করলেন। দুনিয়াতে ইসলামের পক্ষে কথা বলা একটি উত্তম আমল। যেহেতু এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায়। এর মাধ্যমে মানুষকে তার দুনিয়া ও আখেরাতে শান্তির পথ দেখানো হয়। আল্লাহ বলেন, ঐ ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে। আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। দুনিয়াতে ইসলামের কথা বলতে গিয়ে অপমানিত হওয়া, কষ্ট সহ্য করা, একা হওয়া, এ যেন নবুয়ত প্রচারের পর থেকেই হয়ে আসছেন। তাই নিরাশ হবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ