পেম না করার ২০ উপকারীতা ১. প্রেম না করলে টাকা পয়সা খরচ করতে হবে না খুব একটা। KFC, স্টার কাবাব, আর Pizza Hut-এ গিয়ে পুরা মাসের খরচের টাকার কথা ভুলে গিয়ে অযথা টাকা নষ্ট করতে হবেনা, ২. মানষিক অশান্তিতে ভুগতে হবেনা। দিন রাত ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করে মাথার তার ছিঁড়তে হবেনা। ৩. প্রেম কইরা ঝগড়াজাটি করে ভাঙ্গচুর করা থেকে বেঁচে যাবেন। ৪.মোবাইলে অতিরিক্ত ব্যালেন্সের প্রয়োজন নেই। ৫. কোন প্রকারের গিফট কিনতে প্রচুর অর্থ চাহিদা দরকার হবে না। ৬. রাতে শান্তিমত ঘুমাইতে পারবেন, পড়াশোনায় মনোযোগি থাকবেন। ৭.কোন প্রকারের আজেবাজে কথা শুনতে হবে না। ৮.প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর যে তীব্র কষ্ট আর যন্ত্রণা সেটা থেকে মুক্ত থাকবেন। প্রেমিকার অন্যকারো সাথে বিয়ে হলে সেই বিয়ের রাতের মত কষ্টের রাত আপনার জীবনে আসবেনা। ৯. প্রেম না করলে আপনাকে ছেকা খেতে হবেনা। ১০. ছেকা না খেলে আপনি জীবনের এক তীব্র কষ্টের যন্ত্রণা পেতে হবে না, যেটা আপনারি ভাল। ১১. বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, প্রেমিকারে নিয়া কথায় কথায় ব্লেক মেইল হইতে হবে না, যাতে আপনার অনেক টাকা বেঁচে যাবে। ১২. প্রেম না করলে সব থেকে ইম্পটেন্ট উপকারটা হবে অসময়ে বিয়ে করে ঝামেলায় পড়তে হবে না, আগে নিজের পায়ে দাঁড়াইবেন! তারপর পছন্দ মত মেয়েকে বিয়ে করবেন। আপনিও খুশ, পরিবারও খুশ। ১৩. মিথ্যা কথা বলতে হবে না, প্রেমিক-প্রেমিকাকে তেল মাইরা কথা বলতে হবে না। ১৪. খোঁচা মারা কথার হাত থেকে রক্ষা পাইবেন, নিজের যা আছে তা নিয়া সন্তুষ্ট থাকতে পারবেন। ১৫. প্রেমে পড়লে অনেকে দেবদাস হয়ে যায়, ফলাফল নেষায় আসক্তি! যদি প্রেম না করেন তবে ঐ পথে পা না বাড়ানোর ৮০% সম্ভাবনা। ১৬. প্রেম, ভালবাসা একটু আবেগিয় ব্যাপার. মান অভিমানে সুইসাইড করার প্রবোনতা থাকতে পারে, যদি নাই করেন তবে অকাল প্রয়াত হবার সম্ভাবনা নাই! ১৭. প্রেম ভালবাসায় একটা সময় কাছের মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, আপনার ধ্যান জ্ঞান ঝুড়েই শুধু সে আর সে। এতে পারিবারিক শান্তি নষ্ট হয়। ১৮. সময়ের অপচয় হবে না, প্রেম ভালবাসয় হাউ কাউ বেশী. আজ এইটা কাল সেইটা খালি দৌড়াদোড়ি, ১৯. পাগল হবার কোন সম্ভাবনা নাই, So পাবনা যাইবার ভয় নাই! ২০. প্রেম কইরা যদি ৫০ বছর বাঁচেন, তবে ঐটা না কইরা একদিন হইলেও বেশী বাঁচবেন, আমি গ্যারান্টি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call
উপকারিতা গুলো ------------------------------------------------
(১) বারবার ফোনে টাকা রিচার্জ করার প্রয়োজন
 হয় না। একদিন টাকা রিচার্জ করলে অনেক দিন
 চলে যায়।
(২) 'পাড়ায় গেলে ঠ্যাং গুঁড়া করে দেব’ ধরনের হুমকি
 শুনতে হয় না প্রেমিকার বড় ভাই কিংবা মেয়ের বাপ কর্তৃক
(৩) সারা রাত জেগে ফোনে কথা বলে নিজের শরীরের 
বারোটা বাজানো লাগে না। ফলে পর্যাপ্ত ঘুমিয়ে আপনি
 আপনার স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন।
(৪) যেহেতু মন এদিক-ওদিক ছুটবে না, তাই মনটাকে
 পড়ালেখার দিকে ধাবিত করে আপনি ভালো ছাত্রের 
তালিকায় নিজেকে যুক্ত করতে পারবেন।
(৫) ভ্যালেন্টাইনস ডে কিংবা বিশেষ দিনগুলাতে কারো 
জন্য গিফট কেনার জন্য ছোটাছুটি করতে হবে না। 
ফলে আর্থিকভাবেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে না 
আপনাকে।
(৬) রাস্তাঘাটে যেদিক খুশি সেদিক তাকাতে পারবেন। 
অন্য মেয়ের দিকে কেন তাকালেন—এ অভিযোগ এনে
 কেউ আপনার গলা চেপে ধরবে না।
(৭) ফোনে একবার চার্জ দিলে তা সারা দিন চলে যাবে।
 সারাক্ষণ ফোনের সঙ্গে লেজের মতো চার্জার একটা ঝুলিয়ে রেখে দিতে হবে না।
(৮) একটু পরপর, কী করো? কী খাইছ? কই গেছ? 
ইত্যাদি লুতুপুতু টাইপের কথা বলার অভ্যাস করতে হবে না আপনাকে! যা কি-না আসলেই খুব বিরক্তিকর।
(৯) মাস শেষে আপনার পকেট খালি হওয়ার কোনো রিস্ক
 থাকবে না! ফলে টাকার জন্য কখনো বন্ধু-বান্ধবদের কাছে হাত পাততে হবে না।
(১০) ‘প্রেমেরই নাম বেদনা’ কিংবা ‘পৃথিবীতে প্রেম বলে কিছু
 নেই’ এই টাইপের স্যাড মার্কা গান শুনে আপনাকে
 চোখের পানি ফেলতে হবে না।
(১১) এলাকার মুরব্বি আর চাচা-খালুদের চোখে সহজেই নিজেকে ভদ্র ছেলে হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
(১২)  মেয়ে নিয়ে ঘোরাঘুরির ‘অপবাদ’ থাকবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ