আমার মুখে প্রচুর ব্রণ ছিল। lindamax ব্যবহার করার পর কিছুটা কমেছে।এখন কয়েকটি আছে। কিন্তু মুখে লালচে দাগ ও গর্ত হয়ে গেছে। এখন betnovate n ব্যবহার করলে কি লালচে দাগ ও গর্ত দূর হব? এর কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং সেগুলো কি? বিস্তারিত বলুন


Share with your friends
Call

ব্রনের হৌমিও চিকিৎস..... 

 রোগ বিবরণঃ যৌবন কালে ছেলে মেয়েদের মুখমন্ডরে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক হয়,ইহাকে ব্রন বা বয়ঃ ব্রন বলে। ইহা প্রায় ইন্দ্রিয় দোষ গীষ্মকালে আমাদের দেশে অধিক হতে দেখা যায়। 


চিকিৎসাঃ১। (ক্যালকেরিয়া পিকেটা) এইহা যৌবনে ছেলে মেয়েদের উৎকৃষ্ট ওষুধ। 

সেবন বিধিঃ ৬ বা ৩০ শক্তি, এটা প্রতিদিন সকাল এবং রাতে খুব বেশি হলে দুপুরে খাইতে পারেন,প্রতিবেলা খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ৩/ ৪ ফোটা করে ওষুধ টি খাইতে হবে। ওষুধ খাওয়ার ৩০ মিনিট পর আপনি যেকোনো খাবার খাইতে পানের।

 ১। ওষুধঃ (ক্যালি ব্রো) ব্রনে পুজ জন্মিয়ে টাটানি ব্যাথা হইলে সালফার আয়োড অব্যর্থ ওষুধ। এই ওষুধটি দ্বারা আমি অনেকের উপকার দেখিয়াছি। 

সেবন বিধিঃ ৬/৩০ পাওয়ার, এটা দিনে দুই বার সকালে খাবার খাওয়ার ৩০ মিনিট আগে রাতেউ খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ৩/৪ পোটা করে খািতে হবে।তবে পুরাতন রোগীদের জন্য আরো উচ্চ শক্তি, যেমন ২০০ শক্তি বা 1m খাইতে হবে। 

Talk Doctor Online in Bissoy App