Junait

Call

দুটো বিষয়ের নম্বর একসাথে করে ফেল, পাস, গ্রেড

নির্ধারিত হয়।  

দুটি বিষয়ের নৈব্যত্তিক নম্বর একসাথে করে যদি পাসের

নম্বর হয় তবেই পাস। যদি বাংলা ১ম তে ৫ টি আর ২য় পত্রে 

২৫ টি হয় তবুও পাস। আশা করছি বুঝেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে নৈব্যক্তিকে নূন্যতম ২০ নম্বর পেলেই আপনি পাশ করবেন । অর্থাত্‍ আপনি বলেছেন বাংলা প্রথম পত্রে আপনার ৮টি নৈব্যক্তিক কারেক্ট হয়েছে , সেক্ষেত্রে ২য় পত্রে নূন্যতম আর ১২ টি নৈব্যক্তিক কারেক্ট হলেই আপনি পাশ করবেন । আপনার যেহেতু ২য় পত্রে ২৭ টি কারেক্ট হবে তাই আপনি চিন্তামুক্ত থাকতে পারেন । বিঃদ্রঃ পাশ করতে হলে নৈব্যক্তিকের মতো লিখিত অংশেও দুটো বিষয় মিলিয়ে নূণ্যতম ৪৬ নম্বর পেতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
live_khan

Call

এইটা নিয়ে এত টেনশন না করে অন্যগুলো ভালো করে দিন।না হয় ঐগুলোউ খারাপ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি চিন্তার করবেন না, আপনি পাশ করেছেন !

কারণ আপনি দুই টা মিলেয়ে ২০ এর উপরে নাম্বার পেয়েছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ