আমার স্যামসাং j5 ফোনটি হারিয়ে গেছে,থানায় জিডি করেছি।কিন্তু অনেকে বলছে এখন নাকি ফোনের IMEI নম্বর পরিবর্তন করা যায়,সে ক্ষেত্রে আমার ফোনটা ফিরে পাওয়ার সুযোগ আছে কি জানালে উপকৃত হব।
Share with your friends
SwpnilAhmed

Call

হ্যা IME চেন্জ করা যায় কিন্তু আপনার ফোন যে পাইছে সে হয়তো IME চেন্জ করবেনা কারন সে ফোন চুরি করেনি। সে জন্যে আপনার ফোন পাওয়ার ৮০% চান্স আছে।

Talk Doctor Online in Bissoy App

আমার জানা মতে IMEI নম্বার পরিবর্তন করা যায় না,,মোবাইলটা চালু করলেই এবং তাতে সিম তুললে পুলিশ মোবাইলের অবস্তান জানতে পারবে

Talk Doctor Online in Bissoy App

আশানুরপ সুযোগ পাবেন না কারন IMEI পরিবর্তন করা যায়

তবে মোবাইল কোম্পানী আর প্রশাসন চাইলে অনেক কিছু

করতে পারবে।

Talk Doctor Online in Bissoy App