শেয়ার করুন বন্ধুর সাথে

অনেক মুসলিম ভাই বোনেরাই নিছক মজা করার জন্য বূঝে ও না বুঝে হলি খেলে থাকে । এটা মারাত্মক গোনাহ । কেউ গুনাহের কাজ করলে তাওবা করলে মহান আল্লাহ্ ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন। কিন্তু কেউ যেনে শুনে গুনাহ করলে কিম্বা গুনাহের কাজের পক্ষে নিজের মতামত দিয়ে তাকে জায়েজ করার চেষ্টা করলে তা হবে মহান আল্লাহ্র হুকুমের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এই চেষ্টা তাকে তার অজানতেই ইসলাম থেকে বেরও করে দিতে পারে। আমাদের রাসুল(সা): বলেন “যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে” (আবু দাউদঃ ৪০৩১) হয়ত আজ আপনি একটু একটু করে আগ্রহ নিয়ে হলি পালন করছেন, কিন্তু এভাবে কি কখনো ভেবে দেখেছেন , আপনার পরবর্তী প্রজন্মরা ঠিকই ভাববে বাপ দাদারা এইসব পালন করেছে সুতরাং আমাদের পালন করলে কোন গুনাহ হবে না। কিন্তু এটাই সত্যি যে , এভাবেই একটা জাতি বিপথে যায়। এই জন্য পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহতায়লা নিজে মানুষকে বার বার চ্যালেঞ্জ করেছেন যেন আমরা চিন্তা করি, বিবেক- বুদ্ধি খাটাই, বাপ-দাদার অন্ধ অনুকরণ না করি। আর তোমার যা সম্পর্কে জ্ঞান নেই তা অনুসরণ করবে না, নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি এবং হৃদয়—এই সবগুলোর ব্যপারে জিজ্ঞাসা করা হবে। [সূরা ইসরা ১৭:৩৬] তাই এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা হয়ত রঙ তামাশা করে যেতে পারব কিন্ত আখিরাতে এজন্য পস্থাতে হবে । আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন । আমিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ