শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভুসুক পা নামক চর্যাপদের এক কবি প্রথম বাঙালি শব্দটিকে ব্যবহার করেন। তার কথাটি ছিলঃ “আজি ভুসুক বাঙ্গালী ভইলি নিঅ ঘরিণী চণ্ডালে লেলি- “ তবে এখানে বাঙালিকে বাংলার অধিবাসী হিসেবে বা বাংলাভাষী হিসেবে ব্যবহৃত হয় নি। কারণ তখন বাংলা বলে কোনো জায়গা ছিল না। তিনি বাঙালিকে 'অধঃপতিত' হিসেবে ব্যবহার করেছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ