হাদিস অনুযায়ী উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তাশাহুদের শেষ দিকে "আশহাদু-আল্লা ইলাহা" এ অংশ পড়ার সময় আঙ্গুল উচু করা হয়। আর "ইল্লাল্লাহু" বলার আগমুহূর্তে নামিয়ে ফেলা হয়। "আশহাদু-আল্লা ইলাহা" অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো মাবুদ নেই। এই অংশটি পড়ার পরপরই যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেটা কুফরি মৃত্যু হয়ে যেতে পারে। শাহাদাত আঙ্গুল উঁচু করে এখানে আল্লাহকে নির্দেশ করা করা হয়। অর্থাৎ ইশারায় বুঝানো হয় যে আল্লাহ ছাড়া। এরপর যখন মুখেই বলা হয় "ইল্লাল্লাহু" তখন আর আঙ্গুলের ইশারার প্রয়োজন থাকেনা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ