SkUnusAli

Call

গুগুল adsence এর ইমেল টা হল "no reply"তার মানে হলে আপনি কনভারসেশান করতে পারবেন না ।আপনার যে মেইল টা গুগুল থেকে পাঠিছে সেটা মনোযোগ সহকারে ভালোকরে পড়ুন তাতেই সমস্ত খুটিনাটি সহজ ভাবেই বলা আছে।তাও যদি না বুঝতে পারেন নিকটবর্তী কোনো ওয়েব ডেভলপার এর কাছে নিয়ে যান।আসা করি তিনি মেইলটা পড়ে আপানার এডসেন্স সম্পর্কিত ত্রুটি টা বুঝিয়ে দেবেন।আশা করি আপনাকে সঠিক উত্তর টা দিতে পারেছি

Talk Doctor Online in Bissoy App
MdShahenur

Call

গুগল এডসেন্স পাওয়ার কার্যকরী উপায় ২০২০

গুগল অ্যাডসেন্স কোনও ওয়েবসাইট বা ব্লগ থেকে অর্থ উপার্জনের জন্য অন্যতম সেরা বিজ্ঞাপন নেটওয়ার্ক। এটি অন্য যে কোনও CPC বিজ্ঞাপন প্রোগ্রামের চেয়ে 90% ভাল। এটি প্রতিটি ওয়েব পৃষ্ঠার জন্য প্রকাশকদের সর্বাধিক CTR প্রদান করে। প্রকাশকরা গুগল অ্যাডসেন্স থেকে প্রতিদিন প্রচুর উপার্জন করতে পারেন। প্রতিটি নতুন ওয়েবমাস্টারের গুগল অ্যাডসেন্স দিয়ে তার ওয়েবসাইট থেকে অর্থ উপার্জনের স্বপ্ন রয়েছে। তবে দুর্ভাগ্যক্রমে, তাদের অনেকেই ব্যর্থ হন। অ্যাডসেন্স কিছু কঠোর নিয়ম এবং প্রয়োজনীয়তা প্রবর্তন করেছে। আমাদের নিজের ব্লগে অ্যাডসেন্স অনুমোদন পাওয়া কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু, আমরা জানি অসম্ভব কিছুই না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Talk Doctor Online in Bissoy App