Share with your friends

এক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারেঃ *পরীক্ষার পরে হল পরিদর্শকগণ প্রত্যেকটি খাতা পুনরায় দেখেন কোনো ভূল আছে কি না ।ঐসময় যদি তারা সঠিক সেট কোড ভরাট করে দেয় তবে রেজাল্ট আসবে । * আর যদি সেট কোড ভরাট না করা থাকে তবে আপনার রেজাল্ট আসবে না অর্থাত্‍ আপনি অকৃতকার্য হবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যাঁ অবস্যই সমস্যা হতে পারে। কম্পিউটারে খাতা দেখার সময় আপনার খাতাটি যেকোনো ১ টি সেট দিয়ে দেখা হবে। এতে আপনার ফলাফল খারাপ হতে পারে। 

ভাগ্য ভালো হলে আপনার সেটিও পরতে পারে।

এটা নিয়ে ভাববার কোনো কারন নেই, যেহেতু আপনি ভুল করেই ফেলেছেন তাই মিছেমিছি উদিগ্ন হয়ে পরবর্তী পরিক্ষা গুলো খারাপ দিবেন না।

Talk Doctor Online in Bissoy App