শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সিম এর তথ্য: সিমের নাম রবি উদয়
প্রিপেড। সিম এর কালার সবুজ।
সিমটিএসডি-মাইক্রো-ন্যানো
সুবিধা সম্বলিত সিম। এটি প্রিপেড
এবং টিউনপেইড দু ভাবেই ব্যবহার
করা যায়। তবে এটা মূলত সিমটি
প্রিপেড। সিমটি কলেজ ক্যাম্পাস
সিম। এর আগে টেলিটক যেরকম
আগামী, বর্নমালা সিম বাজারে
এনেছিলো, তাদের সাথে
পাল্লাদিয়ে রবি এবার গোপনে
এনছে উদয় প্রিপেড। রবি উদয় এসএমই
প্রিপেড নামে যে কোন সিম আছে
তা অনেকে বিস্বাস ই করতে চাননা।
সিমটি প্রচলিত না হওয়ার কারনে এ
সিম টি সম্পর্কে জানেন না। সিমটি
কর্পোরেট এসএমই সিম তাই এ সিম
সম্পর্কে ১২১ থেকে কোন তথ্য
পাবেন না।


সুবিধা: ক) রবির উদয় প্রিপেডে সিম
এর প্রধান সুবিধা হচ্ছে এই সিমে ৪৯
টাকায় ১ জিবি ইন্টারনেট পাবেন।
যারমূল্য ভ্যাট সহ পড়বে ৫৮ টাকা।
যা অন্য কোন অপারেটর দিতে
পারবে না। এসুযোগটি কোন
সাময়িক সুযোগ নয়। যতদিন সিমটি
ব্যবহার করবেন তত দিনই আপনি এই
৪৯ টাকায় ১ জিবি নিতে পারবেন,
যার মেয়াদ ২৮ দিন এবং এটি ৩ জি
ইন্টারনেট। এবং এর ইন্টারনেট
২৪ঘন্টা ব্যবহার করা যাবে। যারা
কিনতে চান তারা তারা প্যাকেজ একটিভ করে 844480 তে কল
দিয়ে 1 চাপুন একটিভ হয়ে যাবে।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে
*8444*88# ডায়াল করুন।
খ)কল রেট এর ক্ষেত্রেও রবি উদয়
সিম সুবিধা বেশি। রবি উদয় টু রবি
উদয় ৩৬পয়সা মিনিট ২৪ ঘন্টা। এবং
রবি উদয় টু অন্য রবি অথবা যে কোন
অপারেটরে ৭১ পয়সা ভ্যাট সহ।
গ)এসএমএস এর মূল্য রবি উদয় টু যে
কোন অপারেটর ভ্যাট সহ ৫৯ পয়সা।
ঘ)উদয় সিমে সর্বনিন্ম ২ এমবিপিএস,
এবং সর্বচ্চ ৭.২এমবিপিএস পর্যন্ত
আপলোড এবং ডাউনলোড স্পিড।
অন্য লালরবি সিমে এ সুবিধা
পাবেন না।


সিম পাওয়ার নিয়ম: এটি কোন
সাধারন দোকান এ পাওয়া যাবে
না। ষ্টুডেন্ট রা যেন অল্প টাকায়
ডাটা প্যাক কিনতে পারে তাদের
জন্যই এ প্যাকেজ।অনেকেই এ
প্যাকেজ এবং এ সিম সম্পর্কে আগে
শোনেন নি।কারন এটি প্রচলিত নয়।
এবং সুবিধা সম্বলিত সিম বলে এ
সিম পাওয়া যায় না এমনকি রবি
সেবা বা রবি অফিস থেকেও এ সিম
পাবেন না।।
তবে এ সিম গুলি সাধারন দোকানে
পাবেন না।
যেমন দেখবেন বিভিন্ন কলেজে
ছাতা
টাঙিয়ে বিক্রি করে। তাদের কাছে
পেতে পারেন। এরা দিতে পারবে।


উদয় প্রিপেডের মূল্য: সিমটির
মূল্য মোট ১৩০ টাকা। 
সিমের সাথে যা যা পাবেন:
ক)1 GB ইন্টারনেট, ব্যালেন্স
চেক করতে ডায়াল করুন: *8444*88#
(3G ২৪ ঘন্টা, মেয়াদ ২৮ দিন)
খ)এবং সবচেয়ে নিম্ন কলরেট
সব কিছুই ত জানলেন এবার জানুন


অসুবিধাঃ রবি উদয় এসএমই সিমের
প্যাকেজ কখনই পরিবর্তন করা যাবে
না। কারন এটি ফিক্সড সুবিধা
সম্বলিত সিম। সাথে রিচার্জের
ওপর কলরেট পরিবর্তন এর কোন
সুযোগ নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ