Call

ফেসবুকে নষ্ট বা ফেসবুক কর্তৃপক্ষ যে সকল ID বন্ধ বা নষ্ট করে দেয়। এসল আইডি কিন্তু তার পরও Friend List এ থেকেই যায়। বা ফ্রেন্ড লিষ্ট এ গেলে ঐ সকল আইডি দেখতে পাওয়া যায়, কিন্তু ঐ ফ্রেন্ড এর প্রফাইলে আর ঢোকা যায় না। তখন এসকল আইডি বিরক্ত কর মনে হয়। ইচ্ছে করে এসকল আইডি কে ডিলিট করতে বা আনফ্রেন্ড করতে। কিন্তু সমস্যা হলো এসব আইকে সাধারন ফোন থেকে ডিলিট বা আনফ্রেন্ড করা যায় না। তাই এসকল ফ্রেন্ড কে আনফ্রেন্ড বা ডিলিট করতে হলে কম্পিউটার বা pc থেকে বা http://web.facebook.com এ গিয়ে ডিলিট করতে হয়। প্রয়োজনে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যে আইডি ডিলেট করবেন, সেটিতে প্রথমে লগইন করুন। তারপর http://facebook.com/account/delete 

এই লিংকে যান। তারপর password দিয়ে জমা দিয়ে দিন। ফেসবুক কতৃপক্ষ ১৪ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিলেট করে দিবে। যদি আপনি এর মধ্যে আবার লগইন করেন। তাহলে তারা সিন্ধান্ত পুন:বিবেচনা করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ