বৃত্তি আসলে এ+ এর উপর নিভর করে না।এটা নির্ভর করে নাম্বারের উপর।যদি আপনি সবগুলোতে এ+ নাও পান তাতে সমস্যা নেই কিন্তু অবশ্যই নাম্বার বেশি পেতে হবে।সাধারণ বৃত্তি পেতে সবগুলোতে এ+ লাগবে না।বেশি নাম্বার লাগবে।আপনার নাম্বার যত বেশি হবে আপনার বৃত্তি তত নিশ্চিত।আর যদিও নাম্বার বৃত্তির রেজাল্টের আগে দেখার সুযোগ নেই।তাই যদি আপনি মনে করেন আপনার সবগুলোতে এ+ না আসলেও আপনি অন্য বিষয়ে ভাল করেছেন নাম্বার বেশি পাবেন।।আশা রাখেন বৃত্তি পেতে পারেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ