Nominal voltage=/6.84wh charge voltage=/1800mAh এগুলো দ্বারা কী প্রমানিত হয়। আর Wh,mAh.mA দ্বারা কি বুঝানো হয়?
Share with your friends

তড়িৎ শক্তি পরিমাপের একক হল ওয়াট  । একে  W দ্বারা প্রকাশ করা হয় ।

আর Wh দ্বারা সময়ের (ঘণ্টা=h) সাথে ব্যায়িত শক্তির পরিমাণ প্রকাশ করা হয় । 


আবার কারেন্টের একক হল অ্যাম্পিয়ার । একে A  বা Amp দ্বারা প্রকাশ করা হয় ।

এবং mA হল মিলি অ্যাম্পিয়ার । 1A = 1000 mA ।

আর mAh বারা সময়ের (ঘণ্টা=h) সাথে কারেন্টের পরিমাণ প্রকাশ করা হয় ।


Nominal voltage=/6.84wh charge voltage=/1800mAh

এর মানে হল ভোল্টেজের মান 6.84wh দেওয়া হলে ও চার্জ ভোল্টেজের কারেন্টের মান 1800mAh।




Talk Doctor Online in Bissoy App