Unknown

Call

অ্যান্ড্রয়েডে ললিপপ ভার্সন থেকে শুরু করে ইউজার স্পেসিফিক পারমিশন ছাড়া কোনো অ্যাপই SD Card-এ সরাসরি ফাইল ক্রিয়েট করতে পারেনা। আপনার অ্যান্ড্রয়েড ভার্সনও সম্ভবত ললিপপ বা তার পরবর্তী কোনো ভার্সন।

আপনি পুনরায় কাঙ্ক্ষিত অ্যাপের সেটিংস-এ প্রবেশ করুন, Download Path রিসেট করুন > রিসেট করার সময় চিত্রে উল্লিখিত স্টেপগুলো অনুসরণ করুন >

image



Download Path সিলেক্ট করার সময় আপনাকে উল্লিখিত মেনুতে রিডাইরেক্ট করা না হলে বুঝবেন যে, উক্ত অ্যাপে ললিপপ (বা এর পরবর্তী) ভার্সনের জন্য SD card সাপোর্ট করার কোনো সিস্টেম রাখা হয়নি। সেক্ষেত্রে আপনার কিছুই করার নেই।
Talk Doctor Online in Bissoy App