আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি, আরো 5 বছর

আগে, এখন আমি চাচ্ছি বর্তমানে যে কোন উপায়ে 9ম শেনীতে

ভর্তি হয়ে আগামীতে SSC দিতে।


Share with your friends

নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে হবে। নবম শ্রেণিতে ১ বছর

এবং দশম শ্রেণিতে ১ বছর পড়াশুনার পর এস এস সি

পরীক্ষার জন্য ফরম করতে হবে। তার পরে আপনি এস এস

সি পরীক্ষা দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

সকল কিছু বিবেচনা করে ভর্তি হওয়া ভালো কারন আপনি ৫বছর আগে জেএসসি পাশ করেছন আপনার বর্তমান বয়স অনেক বেশি অতএব আপনি নতুন করে শিক্ষার যেহেতু পরিকল্পনা করেছেন তাই বয়স টা কমিয়ে রেজিস্টার করবেন ,আর হ্যাঁ আপনি এবছর রেজিস্টার করলে ২০১৯ সালের আগে এসএসসি পরিক্ষা দিতে পারেন না।ভর্তি হওয়া আগে আপনার পরিকল্পনা ঠিক করুন আপনি যেটার জন্য পুনরায় পড়া লেখা ধরতে চান তা আপনার দ্বারা সম্ভব কি না,যদি তা না ভেবে কাজ করেন কবে এ পড়া লেখার কোন দাম না।

Talk Doctor Online in Bissoy App
Call

এক বসর পড়াসুনা করে তার পড় রেজিস্টিসন করতে পারবে। আর ২০২৩ সালে পারবে নতুন আইন আনুসারে।

Talk Doctor Online in Bissoy App