এয়ারটেল সিম পায় না,নেটওয়ার্কে (emergency) দেখায়।ফোন এর নেটওয়ার্ক সেটিংস এ গিয়ে ম্যানুয়াল নেটওয়ার্ক সার্চ দিলে এয়ারটেল সিম বাদে অন্য সব সীমের নাম আছে। সমাধান দিলে উপকৃত হব।লোকশান-নড়াইল সদর;বহু এয়ারটেল সিমে এই সমস্যাটি হচ্ছে।
Share with your friends
Junait

Call

এটা আপনার এলাকায় নেটওয়ার্কের দূর্বলতা

বা অনুন্নত হ্যান্ডসেটের কারনে হতে পারে।

সাধারণত দূর্বল নেটওয়ার্ক এর জন্য হয়ে থাকে।

যদি আপনার নিকটস্থ সকল ব্যাবহারকারীর

(এয়ারটেল অপারেটরের) ই একই সমস্যা হয়

তাহলে ধরে নিতে পারেন নেটওয়ার্ক সমস্যা

এক্ষেত্রে নড়াইলে যে এয়ারটেলের কাষ্টমার 

কেয়ার আছে তাদের অবহিত করতে পারেন।

আর যদি শুধু আপনার হ্যান্ডসেটেই হয়ে থাকে

তাহলে ধরে নিবেন আপনার মোবাইলের সমস্যা,

তবে সিম টি অন্য হ্যান্ডসেটেও একবার লাগিয়ে

চেক করে নিবেন। 

Talk Doctor Online in Bissoy App
MMHRayhan

Call

নেটওয়ার্ক সেটিংস এ গিয়ে ম্যানুয়াল নেটওয়ার্ক সার্চ দিলে রবি আসলে রবি তে ক্লিক করুন । তাহলে এয়ারটেলের নেটওয়ার্ক চলে আসবে ।

Talk Doctor Online in Bissoy App