Junait

Call

 কোনো নীতিমালা অমান্য করার কারনে প্রশাসক কর্তৃক তাকে পয়েন্ট জরিমানা করে থাকে। আপনার পয়েন্ট (0) নয় তো। আর কারোও পয়েন্ট 0 থাকার পরেও প্রশ্ন করতে পারার রহস্য হলো...... ধরুন কোনো একজন সদস্যর পয়েন্ট 1, এখন সে একটি প্রশ্ন করলো অনুমোদনের অপেক্ষায় থাকলো, এমতাবস্থায় তার কোনো পয়েন্ট কাটা হবে না, কারন অনুমোদিত হওয়ার পরে পয়েন্ট কাটা/যোগ হয়। এখনও তার যেহেতু 1 পয়েন্ট বিদ্যমান আছে তাই সে পুনরায় আরেকটি প্রম্ন করলো , এটি ও অনুমোদনের অপেক্ষায়, এখনও তার পয়েন্ট 1 আছে। সে আরোও 5 টি করলো এভাবে...... এখন যখন একজন মডারেটর তার প্রশ্ন গুলো দেখবে.যদি সব গুলো প্রশ্ন নীতিমালা অনুসরণ করে তাহলে সবগুলোই অনুমোদন দেওয়া হলো। এখন তার একটি প্রশ্ন অনুমোদন দিলে তার পয়েন্ট 0 হয়ে গেল..এমতাবস্থায় সে আর প্রশ্ন করতে পারবে না, পয়েন্ট অর্জন না করে। তার বাকী প্রশ্ন গুলোও অনুমোদন দেওয়া হলো তাহলে প্রতিটি প্রশ্নের জন্য সে পাবে -1 করে, যদি সে 1 পয়েন্ট নিয়ে 5 টি প্রশ্ন করে ফেলে সব গুলো অনুমোদিত হলে তাহলে তার পয়েন্ট হবে 1-5 = -4           আশা করি বুঝেছেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ