অামরা তাশ এর ইতালিয়ান খেলাটা খেলি যে ১মে ৫টা কার্ড দেওয়া হয় ঐ কার্ড দেখেই ট্রাম কার্ড নির্ণয় করতে হয় পরের ২বার ৪টি করে দিতে হয়।এই খেলাটার হুবুহু অ্যান্ড্রয়েড কার্ড গেম খেলা যায় গেম এর নাম এবং পারলে লিংক দিন।অর্জিনাল তাশ খেলার মত হওয়া লাগবে।অনেকে দিছে তাতে কাজ হয়নি।
শেয়ার করুন বন্ধুর সাথে
ইতালিয়ান তাস খেলাটির মত কোন অ্যান্ড্রয়েড কার্ড গেম নেই ।
তাসের ২৯ বা কল ব্রিজ ইত্যাদি গেম রয়েছে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ