আমি কোন প্রশ্নের উত্তর দিলে সেটি কোথায় যায়। এ পর্যন্ত ১০-১২ উত্তর দিয়েছি। কিন্তু মাত্র ২টির পয়েন্ট পেয়েছি।সঠিক উত্তর দিলেও উত্তরটি যোগ করা হয় না কেন?প্লিজ সমাধান দিন।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিস্ময়ের নীতিমালা ভালো করে পড়ুন, বিস্তারিত বুঝতে পারবেন। নীতিমালা >> http://www.ans.bissoy.com/terms

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

প্রথমেই বলে রাখি বিস্ময়ের অধিকাংশই উত্তরগুলো

অনুমোদন দেওয়া হয়। খুব অল্প উত্তরগুলোই প্রত্যাখ্যান

করা হয়।

আপনার অভিযোগ যে আপনি কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে

আপনার উত্তর কোথায় যায়? মানসম্মত, যথোপযুক্ত, তথ্যবহুল

উত্তর হলে অবশ্যই অনুমোদন দেওয়া হয়।

আর অনুপযোগী,অযৌক্তিক,অমানসম্মত উত্তরগুলোই

প্রত্যাখ্যান করা হয়।

আপনি প্রায় ১০-১২ টি প্রশ্নের মধ্যে উত্তর প্রদান করেছেন

বাট,আপনার মাত্র ২ টি উত্তরেই অনুমোদন পেল।

তারমানে আপনার অবশিষ্ট উত্তরগুলো অনুপযুক্ত।

আর আপনি বলেছেন যে,আপনি সঠিক উত্তর প্রদান

করলেও আপনার উত্তরগুলো কেনো অনুমোদন দেওয়া হয় না?

এটাও আপনার ভূল ধারণা। কারণ,আপনি উত্তর প্রদান করার

পূর্বেই বলতে পারবেননা যে,আপনার উত্তরটি শিওর যথোপযুক্ত

এবং মানসম্মত।

আপনার উত্তরটি মানসম্মত নাকি অনুপযোগী সেটা যেকোনো  প্রশাসন পরিদর্শন করার বলতে পারেন।

এখন আপনার নিকট প্রশ্ন হলো যে মানসম্মত উত্তর হলে

সেটা কি গ্রহণ করা হবে নাকি প্রত্যাখ্যান করা হবে?


আশাকরি বুঝবেন ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ