M ক্যাশ সম্পর্কে জানতে চাই
Share with your friends

ইসলামি ব্যাংকের একটি শাখা এম ক্যাশ। ঠিক বিকাশের মতই। তবে বিকাশের চেয়ে এর সুবিধা বেশি। এম ক্যাশ দারা সব অপারেটরে রিচার্জ করা যায়। আবার ক্যাশ আউট করতে গেলে বিকাশে চার্জ নেয় ১৮.৮৩ টাকা কিন্তু এম ক্যাশে নেয় ১৫টাকা। এটাই সবচেয়ে বড় সুবিধা। আপনি এম ক্যাশের যে কোন এজেন্টের কাছ থেকে একাউন্ট খুলতে পারবে। আপনার যেকোন আইডি কার্ড ও এক কপি ছবি থাকলেই চলবে। সাথে সাথে আপনি লেনদেন করতে পারবেন। তাছারা যারা অনলাইনে কাজ করেন এবং বিকাশ দিয়ে টাকা উঠান তারা এম ক্যাশ দিয়ে করলে প্রতি হাজারে ৩.৮৩টাকা বাচাতে পারবেন। এ ক্যাশের মাধ্যমে বিদেশ থেকেও টাকা লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের মোবাইলে রিচার্জ করে দিতে পারবেন খুব সহজে। আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App