শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

আপনার শরীরে যদি কোনরকম সমস্যা না থাকে তাহলে

এমনিতেই সমুচিত ফলাফল আসবে।

তারপরেও মেডিকেল করার পূর্বে নিজের প্রতি এক্সট্রা

একটু কেয়ার নিতে পারেন।

যথা উদাহরণস্বরুপঃ বিশেষ করে প্রচুর পরিমাণে জল পান করবেন। উজ্জল গাছের পাতার রস খাবেন সকালে খালি

পেটে।আঁকের রস খাবেন। পেঁপেঁ খাবেন,

সবসময় পরিষ্কারভাবে থাকবেন।

হাসের মাংস,গরুর মাংস,হাসের ডিম,

চিংড়ী মাছ খাওয়া থেকে নিজেকে অব্যাহতি রাখার

চেষ্টা অব্যাহত রাখবেন ইত্যাদি ইত্যাদি।

যখন মেডিকেলল করতে যাবেন ঠিক মেডিকেলে

প্রবেশ করার পূর্বেও অধিক পরিমাণ জল পান করে যাবেন,

আঁকের রস,ভালোমতো দু-একবার প্রসাব করে যাবেন।

কিছুটা হলেও আসা করা যায় যে ফলাফলের জন্য

প্রিপারশেন মোটামুটি ভালই হয়েছে।

এবার এক্সাম দেওয়ার সময় এসেছে,

ফলাফলও মঙ্গলজনক আসার কথা।

তবে,শিওরলি বলছি না,প্রিপারেশনের

অবস্থা বুঝে প্রতীতি রাখছি।

ধন্যবাদ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ