আমি ইন্টার ফাস্ট্ ইয়ারে পড়ি।আমার বিষয়গুলি হলো অর্থনীতি,,,মনোবিজ্ঞান,সমাজবিজ্ঞান,,পৌরনীতি
শেয়ার করুন বন্ধুর সাথে
MsrZihad

Call

আসলে ডেইলি রুটিন একেক জনের একেক রকম হয়।এটা নির্ভর করে আপনার ফ্রি সময়ের উপর।

আপনি যেহেতু ১১ ক্লাসে;তাই আপনাকে ধীরে ধীরে বুঝে পড়তে হবে।দিনে ২ টা বিষয় পড়বেন অবশ্যই।আর সময় ধরে পড়বেন না।অনেক সময় দেখে পড়ে।যে পয়েন্ট ধরবেন তা শেষ করেই উঠবেন।

আর সময় গুরুত্বপূর্ণ অবদান রাখে পড়াতে মনযোগী হতে।আপনি ভোরে/গভীর রাতে পড়তে পারেন।

দেখেন এখন আমি যদি একটা রুটিন বানিয়ে দিই আপনাকে,,,তবে সেটা আমার প্রয়োজন মত হবে--আপনার প্রয়োজন মত না।তাই আপনাকে নিজের রুটিন নিজে তৈরি করতে হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেহেতু আপনি ভালো ফলাফল করতে চান সেহেতু আপনাকে পড়তে হবে । আর সে জন্য যতক্ষণ পর্যন্ত আপনার দিনের পড়া শেষ হবে না ততক্ষন পর্যন্ত আপনাকে পড়তে হবে । দিনে ৫ ঘণ্টা কমপক্ষে । দিনের যে সময়টায় আপনার পড়তে ভালো লাগে সেই সময়ই বই নিয়ে বসে পড়ুন । ১৫ দিন এই রুটিন মেনে চলুন তারপর দেখুন আপনার পরিবর্তন হচ্ছে কি না । আশা করি ভালো ফল পাবেন । তবে ১৫ দিনের আগে আপনি কোন ফল আশা করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ