কিছুদিন পরেই ফাইনাল এক্সাম আর তাই প্রচুর

 পীড়নের জগতে অবস্থান করছি।

এখন থেকেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে,

এমনিতেও গনিতে অনুগ্র। 

লক্ষ্য একটাই যেভাবেই হোক ফলাফলের মান

নিম্নের আশেপাশের সীমানায় যেন না হয়,

ফলাফলের মান সুশীল হতে হবে।

ছাত্র হিসাবেও অনুপভোগ্য না,

মোটামুটি বলতে পারি যে প্রশংসনীয় স্টুডেন্টেই।

তো সেই হিসাবে অগ্রিমেই এক্সামের 

ফলাফলের মান নিয়েই বহু টেনশনে আছি।

যাই হোক,মূল ঘটনায় আসা যাক, কখনও নিজের ফেইসবুক

অ্যাকাউন্ট ডিয়েঅ্যাক্টিভ দেইনি,অন্যজনের অ্যাকাউন্ট

নিজের হাতে ডিয়েঅ্যাক্টিভ দিয়েছি।

আমার ফেইসবুক অ্যাকাউন্ট কমপক্ষে ২-৩ মাস ডিয়েঅ্যাক্টিভ

বাধ্য হয়ে করতেই হবে।জানামতেও কারো অ্যাকাউন্ট এত্ত

দীর্ঘদিন ডিয়েঅ্যাক্টিভ করেছে বলেও মনে হয়না।

সবমিলিয়ে বলা যায় যে ভিশন টেনশনেই যদি অ্যাকাউন্টের

কোনো অমঙ্গলকর হয়।

একটা অ্যাকাউন্ট হয়তো নষ্ট হয়ে গেলে

আরো অনেকগুলাই খোলা যাবে,

কিন্তু ভালোটার মূল্যের সমতুল্য কখনও নষ্টটা হতে পারবেনা।

মৃত্যুর পূর্বেই ঔষধ কাজ করে কিন্তু মৃত্যুর শেষে না।

আমার অ্যাকাউন্টি কমপক্ষে ২-৩ মাসের জন্য ডিয়েঅ্যাক্টিভ

করব যাতে করে কোনোরকম সমস্যা না হয়।

যেই পজিশনে আছে ঠিক সেই পজিশনেই যেন থাকে।

নিয়মের কোনোরকম ব্যতিক্রম হলে হবেনা।

২-৩ মাসের জন্য অ্যাকাউন্ট ডিয়েঅ্যাক্টিভ দিলে

কোনো সমস্যা হবে কি?

বা কি উপায়ে ডিয়েঅ্যাক্টিভ দিলে ২-৩ মাসের জন্য

অ্যাকাউন্টের কোনো সমস্যা হবেনা।






শেয়ার করুন বন্ধুর সাথে
একাউন্ট ডিএকটিভ্যাট করে দুই মাস বা তারও বেশি রাখলেও এতে কোনো সমস্যা হবেনা । ডিএকটিভেট করে যতদিন খুশি ততদিন ডিএকটিভেট অবস্থায় রাখতে পারবেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ