একটি মেয়ে প্রথমে আমার নাম্বার নেয় তারপর

আমার সাথে বন্ধুত্ব করতে চাই আমিও গ্রহন করি।

বন্ধুত্ব হওয়ার পর দুজনের মধ্যে প্রতিদিনেই মোবাইলে,

এসএমএসে কম আর বেশ কথাবার্তা হয়।

কোনো একসময় কিভাবে কিভাবে যেন আমরা বন্ধুত্ব

থেকে আরো গভীর রিলেশনে লিপ্ত হয়ে যায়।

তারপর তো আরো বেশি কথাবার্তা হয়,প্রেমিক আর

 প্রেমিকার মধ্যে মোবাইলে,এসএমএসে কথাবার্তা হলে

কি কি কথাই বা না হতে পারে বুঝেনেই তো!!!

বাট তাঁর কিছু অভিমানী,তাঁর একটু রাগ বেশি,তাঁর

রাগের জন্য বাধ্য হয়ে আমি ডিসিশন নিলাম

এই মেয়ের সাথে রিলেশন আর বেশিদূর না

গিয়ে যেখানে আছি সেখান থেকেই সমাপ্তি করে দিবো।

এমন কি ইতিমধ্যে রিলেশন ব্র্যাকআপ করেও

দিয়েছি।

এখন সে এসএমএস দেয় কোনো সাড়া দিচ্ছি না।

মোবাইলে কল দেয় রিসিভ করছিনা।

এখন মূল কাহিনী হলো ওরে নিয়ে আমার

৮০% সন্দেহ হচ্ছে ওয় মোবাইলের এসএমএস,মোবাইলের

কথাবার্তা রেকর্ডিং করে রেখেছে,

এখন এসএমএস অথবা রেকর্ডিং করা কথাগুলো

মুছে দেওয়ার উপায় কি?

নয়তো এই মেয়ে কোনো একসময় বিভ্রান্তি সৃষ্টি

করতে পারে।

কোনো একটা উপায় বলুন।



শেয়ার করুন বন্ধুর সাথে

ভাইয়া আপনি বললেন মেয়েটা খুব অভিমানি,রাগী। আসলে ভাই ও আপনার ওপর রাগ বা অভিমান যেটাই করে সেটা হয়ত আপনার জন্যই। আপনি হয়ত ওকে খুব বেশি সময় দিচ্ছেন না। ও হয়ত আপনাকে অনেক বেশি ভালবাসে,তাই অভিমান করে,। এখন কথা হল এসব বিষয় যদি আপনার সাথে মিলে যায়। তাহলে আমি বলব ভালবানা হারান না।এরকম ভালবাসা সবাই পায় না। আর মেয়েটা কখনোই আপনার ক্ষতি করবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার যেহেতু ৮০% সন্দেহ তার উপর তাই এই সন্দেহ নিয়ে কোন দিনও প্রেম ভালবাসা এক করা যায় না! তাই আপনার যেহেতু মেয়েটির মোবাইলে রেকডিং আছে তাই আপনাকে মেয়েটির সাথে আবার কথা বলতে হবে! তার পর তার কাছ থেকে মোবাইল নিয়ে সব রেকডিং ডিলেট করে দিতে হবে! তা ছাড়া অন্য কোন উপায় দেখি না!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ