আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে চাই যে অনার্সে ভর্তি থাকা অবস্থায় আপনি ডিগ্রীতে ভর্তি হতে পারবেন না অর্থাৎ শুরুতেই সমস্যা পরবর্তী সময়ে তো ধূরে থাক। কেননা আপনি ডিগ্রী বা অনার্সে যেখানেই ভর্তি হোন না কেন অন্তত পক্ষে আপনার Hsc পাশের মূল নম্বর পত্র লাগবে । তবে যদি আপনি দুই বার Hsc এবং ssc পাস করে থাকেন আপনার যদি ডাবল নম্বর পত্র থাকে তবে আপনি ভর্তি হতে পারবেন অন্যথায় সম্ভব না।

 আপু নীয়মিত এবং অনিয়মিত কোর্সের মধ্যে খুব বেশী তফাত নেই বলে আমি মনে করি । ভালো করে লেখাপড়া করলে ভালো রেজাল্ট করতে পারলে আপনি যেকোন শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোন বিভাগ থেকেই ভালো কিছু করতে পারবেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ