নাক এর দুই পাশে চামরা উঠে

মেকাপ করলে ভাইসা

এর জন্য কি করব?




শেয়ার করুন বন্ধুর সাথে

শীতকালে শরীরের চামড়া ওঠা একটা কমন ব্যাপার,শরীরের তাপমাত্রা বৃদ্ধির ফলে এটি হতে পারে,তাই আপনাকে শরীর যাতে ঠান্ডা থাকে তার জন্য কিছু নিয়মমাফিক চলাফেরা করতে হবে ।যেমন সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে কিছুক্ষণ হাটাহাটি করুন, হাতের এবং পায়ের তালুতে সরিষার তৈল পালিশ করুন, কাচা লাউয়ের মাঝখানে যে নরম অংশ সেটা নিয়ে মুখে ঘষুন তবে নাকের দুই পাশে বেশি করে, টমেটো পেস্তা করে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন আর যদি মাথায় শ্যাম্পু ব্যাবহার করেন তাহলে ভাল ব্র্যান্ডের শ্যাম্পু ব্যাবহার করতে হবে ।আশা করি কাজ হবে ইনশাল্লাহ! আমার এই সমস্যা ছিল। এতে যদি কাজ না হয় তাহলে একজন চর্ম বিষেশজ্ঞের সরণাপন্ন হন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ