image


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ডাউনলোডকৃত ফাইল/ভিডিওটি zip ফাইল ডাউনলোড হয়েছে

এখন মোবাইলে দেখার জন্য up zip করে দেখতে

হবে। 

up zip করার জন্য WinZip... এ্যাপস / Unzip & Unrar এ্যাপস ব্যাবহার

করে করতে পারবেন।

বিঃদ্রঃ কম্পিউটারের সাহায্য নিলে কোনো সফটওয়্যার

ছাড়াই up zip করা সহ,  ফাইল/ভিডিওটি ওপেন করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 প্লে স্টোরে গিয়ে সার্চ দিন "Zip file extractor"। 

তারপর ছবিতে চিহ্নিত app টি ইন্সটল করে নিন।

image

তারপর এপ্সটি ওপেন করুন এবং ঐ zip ফাইলে যান। 

image

তারপর ফাইলটির উপর কিছুক্ষন হোল্ড করুন। তখন এই পেইজটি আসবে।

image

এখান থেকে "Extract Here" এ ক্লিক করবেন।

তাহলে আপনার zip ফাইলটি unzip হতে শুরু করবে।

বড় ফাইল হলে বেশি সময় লাগবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ