আমার sd card এ ৮ জিবি স্পেশ আছে।আমার symphony v46 ফোনে ফোন মেমরি খুব কম।তাই খুব ঝামেলায় আছি। প্লিজ হেল্প করেন ভাইয়েরা।
Share with your friends

প্রথমে সেটিং (setting)-এ যান, তারপর অ্যাপস্ (apps)-এ যান, যে অ্যাপস্ এস ডি কার্ড-এ নিতে চান সেই অ্যাপস সিলেক্ট করুন। তারপর নিচের দিকের move to sd card-এ সিলেক্ট করলেই হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার মোবাইল অপসনে সিটিংস এ গিয়ে দেখুন ফোন মেমোরি ও SD CARD আপনি ২টা থেকে ১টা বেচে নিন

Talk Doctor Online in Bissoy App
FrSohan

Call

 আপনি সেটিং থেকে স্টোরেজ যান এবং SD কার্ড ডিফল্ট হিসেবে ব্যবহার করুন

image

image

Talk Doctor Online in Bissoy App
Robiulkhan

Call

মোবাইল এ কিছু অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে phone memory তে চলে যাচ্ছে।এদের sd card এ নিতে যা করবেন তা হলো Settings→Apps→SD Card তার পর আপনি যে অ্যাপ্স টি SD Card এ নিতে চান সেইটি মার্ক করুন দেখবেন চিত্রর মতো Move to SD Card একটি অপশান আসবে ওটাতে ক্লিক করুন। কাজ শেষ এখন ঐ অ্যাপ্সটি SD Card এ চলে গেছে। (বি.দ্র: কিছু কিছু অ্যাপ্স বা হ্যান্ডসেটে SD card- এ অ্যাপ্স Move হয় না।)

Talk Doctor Online in Bissoy App
RKKAUSAR

Call

1st apni je apps ti memory te nite chassen tar upore click kore dhore rakhen. Tarpor dekhen "apps info" ekta lekha asbe. Oikhane apps ta niye saren tarpor " move to sd card " ekta option asbe oitate click koren. Taholei memory te chole jabe...

Talk Doctor Online in Bissoy App