প্রাচীন ধমগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায়, প্রাচীনকালে এখানে মহামুণি ভার্গব বসবাস করতেন। অযোদ্ধার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামুণি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দে র এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এ কারণেই এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকে ধারণা করেন। প্রচার আছে, শিবের স্ত্রী সতীর পিতা রাজা দক্ষ যজ্ঞ্যানুষ্ঠান করছিলেন, কিন্তু তিনি জামাতা শিবকে ছাড়া আর সব দেব-দেবীকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ করেন। এই অপমান সহ্য করতে না পেরে সতী সে যজ্ঞে আত্মাহূতি দিয়ে দেহত্যাগ করেন। ভগবান শিব তখন সতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য করতে থাকেন। পুরো সৃষ্টি ধ্বংস হবে দেখে ভগবান বিষ্ণু শিবের প্রলয় নৃত্য বন্ধ করার জন্য তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলে দেন। এই দেহাবশেষ ৫১ খণ্ড করে ৫১ স্থানে ফেলা হয়, তা থেকে ৫১ মাতৃপীঠ বা শক্তিপীঠের সৃষ্টি হয়েছে। পুরাণে উল্লেখ আছে যে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে সতীর ডান হাত পড়েছে। এই পীঠস্থানটিই ভবানী মন্দির, এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালী মাতা। হিন্দুরা বিশ্বাস করেন রাম, সীতা ও লক্ষ্মণ তাদের বনবাসের সময় তারা শরভঙ্গ মুনির আশ্রমে গিয়েছিলেন। তখন মুনি তাদের পূর্বদেশ ভ্রমণ করতে বলেন। এদিকে মহামুনি ভার্গব ধ্যানযোগে জানতে পারেন তিনি তাদের স্নানের জন্য ৩টি উষ্ণ পানির কুণ্ড সৃষ্টি করেন। তারা সীতাকুণ্ড পাহাড় ভ্রমণের সময় এই কুণ্ডে স্নান করেন। এই ৩টি কুণ্ডের মধ্যে যেটিতে রাম স্নান করেছিলেন, সেটিই রামকুণ্ড নামে পরিচিত। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে এবং ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা আছে। বাংলাদেশের হিমালয়খ্যাত সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে রয়েছে ক্রমধেশ্বরী কালী মন্দির, ভোলানন্দগিরি সেবাশ্রম, কাছারি বাড়ি, শনি ঠাকুর বাড়ি, প্রেমতলা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, গিরিশ ধর্মশালা, দোল চত্বর, এনজি সাহা তীর্থযাত্রী নিবাস, তীর্থ গুরু মোহন্ত আস্তানা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি, জগন্নাথ আশ্রম, শ্রীকৃষ্ণ মন্দির, মহাশ্মশানভবানী মন্দির, সয়ম্ভুনাথ মন্দির, গয়াক্ষেত্র জগন্নাথ মন্দির, বিরূপাক্ষ মন্দির, পাতালপুরী, অন্নপূর্ণা মন্দির ইত্যাদি। এখানে ৬টি ধর্মশালা আছে, যার ৩টি বাংলাদেশ রেলওয়ের, সেগুলো ব্রিটিশ আমলে তৈরি। . http://www.manobkantha.com/2015/08/01/54526.php

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ