বীর্যের কথা বলা হয়নি বলা হয়েছেঃ-

-يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ

এটা নির্গত হয় মেরুদন্ড ও পঞ্জরাস্থির মধ্য হতে,

ব্যাখ্যাঃ-

[1][1] বলা হয় যে, পুরুষের পৃষ্ঠদেশ ও নারীর বক্ষস্থল থেকে নির্গত উভয়ের পানি হতে মানুষের সৃষ্টি হয়। কিন্তু উভয় শ্রেণীর পানিকে একই পানি এই জন্য বলা হয়েছে যে, উভয়ের পানি মিলে এক হয়ে যায় তাই। ترائب শব্দটি হল تريبة এর বহুবচন। আর তা হল, বুকের সেই অংশ, যে অংশে গলার হার পরিধান করা হয়।

উক্ত পানি বা বীর্য কিভাবে উক্ত স্থান থেকে উৎপাদন হয় তা এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ