শেয়ার করুন বন্ধুর সাথে

Call

না , হবে না। 

এতে আপনার সোয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে।

তাই আপনার উচিত কষ্ট হলেও কোন আলেমের কাছ থেকে আরবি শিক্ষে নেয়া।

এতে আপনার ভালোই হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
জি ভাই হবে। কিন্তু এতে কুরআন পাঠ কিছুটা অশুদ্ধ হয়। যার কারণে আপনার গুনাহ হবে। কিছু আরবী উচ্চারণ আছে যা বাংলায় উচ্চারণ সহিহ হয়না কাজেই, আরবী শিক্ষা করা জরুরি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কুরআন শরীফ বাংলায় উচ্চারণে পড়লে হবে না । কেননা 

এতে শুদ্ধ ভাবে তিলাওয়াত হবে না ।ছহীহ্ শুদ্ধ ভাবে

 তাজবীদ সহকারে কুরআন তিলাওয়াত করা ফরজ । কুরআন 

শরীফের একটি হরফও যদি অশুদ্ধ বা তাজবীদের খিলাফ বা 

বিপরীত ক্রম হয় তাহলে সওয়াবের পরিবর্তে গোনাহ এমন কি 

ক্ষেত্র বিশেষে কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে । তাজবীদের সাথে 

কুরআন তিলাওয়াত করার হুকুম  স্বয়ং আল্লাহ কুরআনেই দিয়েছেন ।

সুরা মুজ্জাম্মিল এর 4 নং আয়াতে আল্লাহ বলেছেন 

"কুরআন আবৃত্তি করুন তারতিলের সাথে স্পষ্ট ভাবে "

তাই মাখরাজ অনুযায়ী তারতিলের সহিত অবশ্যই কুরআন তিলাওয়াত করতে হবে ।

আরবি হরফের একটির পরিবর্তে যদি অন্য হরফ উচ্চারিত হয়

 তাহলে অর্থ পাল্টে যায় । যেমন: 

image 

image

তাই আপনি কোন আলেমের নিকট সহিহ্ ভাবে কুরআন শিখুন ।

আর ভাই ,  আপনি কুরআনের অর্থগুলো পড়ে আমল করতে পারবেন ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ