আমার বাবার নাভির সামান্য  নীচে ব্যাথা, বেরিযাম মিল এক্সরে এবং আলট্রাসনোগ্রাফি করেছি কিছু ধরা পডেনি, পাযখানাতে সামান্য আম হচ্ছে, ব্যাথার ঔষধ খাচ্ছে কিন্তু ব্যাথা কমছে না , তাতেও ব্যাথা সারছে না , ২৫ দিন প্রায় হল| 


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার কথা মতে আপনার বাবার সামান্য আমাশয় আছে। সাধারণত আমাশয়ের কারনে তলপেটে প্রচুর ব্যথা হয়। এছাড়া অনেক সময় কৃমির কারনে ও ব্যাথা হয়। আবার অন্ত্রে কোন প্যাচ লাগলে ও ব্যথা হয়। কিন্তু যেহেতু পায়খানার সাথে আম আছে আর পরীক্ষায় কিছু ধরা পড়েনি তাই আপনার বাবার পুরাতন আমাশয় রোগ। এজন্য আপনি কোন ভাল হোমিওপ্যাথিক ডাঃ এর কাছে চিকিৎসা নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ