কথাটা ১০০ ভাগ সঠিক।আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন্ নুর এর ৩ নং আয়াতে তা বলে দিয়েছেন।আল্লাহর কোরানের কথা কখনও মিথ্যা হতে পারে না।যদি কোরান বিশ্বাস করেন তাহলে সুরা আন্ নুর এর ৩ নং আয়ত এর বাংলা অনুবাদ দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জিনা বলতে বিবাহ সম্পর্ক ব্যাতীত নারী পুরুষের অবৈধভাবে মেলামেশা করাকে বুঝায় ।

আল্লাহ 

সূরা নুর এর তিন নম্বর আয়াতে বলেন ___

 ﺍﻟﺰَّﺍﻧِﻲ ﻟَﺎ ﻳَﻨﻜِﺢُ ﺇﻟَّﺎ ﺯَﺍﻧِﻴَﺔً ﺃَ
ﻭْ ﻣُﺸْﺮِﻛَﺔً ﻭَﺍﻟﺰَّﺍﻧِﻴَﺔُ ﻟَﺎ ﻳَﻨﻜِﺤُﻬَﺎ ﺇِﻟَّﺎ ﺯَﺍﻥٍ ﺃَﻭْ ﻣُﺸْﺮِﻙٌ ﻭَﺣُﺮِّﻡَ ﺫَﻟِﻚَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ

 অর্থ : ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে ।

(মহান আল্লাহ অবশ্যই ভাল জানেন )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

১। ব্যভিচারী সহবাস করতে পারে না ব্যভিচারিণী ব্যতীত আর ব্যভিচারিণী সহবাস করতে পারে না ব্যভিচারী ব্যতীত। আর এটি মুমিনদের জন্য হারাম।  (সুরা আন নূর, আয়াত নং ৩)

২। দুঃচরিত্রা নারী দুঃচরিত্রা পুরুষের জন্য আর দুঃচরিত্রা পুরুষ দুঃচরিত্রা নারীর জন্য। সুঃচরিত্রা নারী সুঃচরিত্রা পুরুষের জন্য আর সুঃচরিত্রা পুরুষ সুঃচরিত্রা নারীর জন্য। এরা যা বলে তাঁরা তা থেকে মুক্ত।আর তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জিবীকা।  (সুরা আন নূর, আয়াত নং ২৬)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ