Call

প্রশ্ন :

১  টাকা ৫ টাকা ও ১০ টাকার নোট মোট ১৯  টি । টাকা মিলাতে হবে ১০০      ।  তাহলে কোন নোট কতটি নিতে হবে ?

উত্তর :

১ টাকার নোট ৫ টি = ৫ টাকা

৫ টাকার নোট ৯ টি =৪৫ টাকা

১০টাকার নোট ৫ টি = ৫০ টাকা 

-----------------------------

             নোট ১৯টি = ১০০ টাকা  ।


প্রশ্ন :

১টি গোলাপ ৩ টাকা, ১টি সূর্যমূখি ৪ টাকা, ৫টি জবা ২ টাকা হলে ২৫ টাকা দিয়ে ২৫টি ফুল কিনতে হবে! কোন ফুল কয়টা কিনতে হবে।

উত্তর :

গোলাপ ফুল ৩ টি = ৯ টাকা

সূর্যমুখী  ফুল ২ টি  = ৮ টাকা

জবা ফুল     ২০ টি  = ৮ টাকা।

--------------------------------

মোট ফুল ২৫   টি = ২৫  টাকা ।


প্রশ্ন :

১টি গোলাপ ফুল ৩টাকা, ১টি শাপলা ফুল ২টাকা ও ৪ টি জবা ফুল ১ টাকা হলে ৪০ টাকায় ৪০ টি ফুল কিনতে হবে? 

উত্তর :

২ টি গোলাপ   = ৬ টাকা

 ১৪ টি শাপলা = ২৮ টাকা

 ২৪ টি জবা    = ৬ টাকা।

-------------------------------

৪০ টি ফুল =     ৪০ টাকা ।


প্রশ্ন :

১ টি মহিষ দুধ দেয় ৫ লিটার,  ১ টি গরু দুধ দেয় ১ লিটার,  ১ টি ছাগল দুধ দেয় ১/৪ লিটার ।২০ টি প্রাণী থেকে ২০ লিটার দুধ নিতে হবে (সব প্রাণীই থাকতে হবে)। কীভাবে ?

উত্তর :

মহিষ ৩ টি  = ১৫ লিটার 

গরু      ১  টি = ১  লিটার 

ছাগল ১৬ টি =৪  লিটার 

------------------------------

প্রাণী ২০ টি = ২০ লিটার ।


প্রশ্ন :

মুরগি ও গরু মোট ৩০ টি । তাদের মোট পায়ের সংখ্যা ৭৪ টি । তাহলে মুরগির সংখ্যা কত ?

উত্তর : 

২৩ টি মুরগি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ