শেয়ার করুন বন্ধুর সাথে

রবীন্দ্রনাথের জীবনে প্রেম এসেছিল নীরবে। সেই প্রেম সরব হয়ে ওঠার সুযোগ পায়নি। রবীন্দ্র-জীবনে যে সব নারীদের ঘনিষ্টভাবে পাওয়া যায় তারা হলেন মারাঠি কন্যা আন্না তড়খড়, কাদম্বরী বৌঠান, আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো এবং রবীন্দ্ররচনার গুণমুগ্ধ পাঠিকা হেমন্তবালা দেবী। মুম্বাই থাকাকালে প্রথম প্রেমে পড়েন রবীন্দ্রনাথ। তখন মুম্বাইয়ের নাম ছিল বোম্বাই। মুম্বাইয়ের এই প্রেমিকা মারাঠি কন্যা। নাম আন্না তড়খড়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ