শেয়ার করুন বন্ধুর সাথে

যৌথ মুলধনী কারবার বলতে বুঝায়। কয়েক জনে মিলে যদি একটা ব্যাবসা করেন তাকে বলা হবে যৌথ মুলধনী কারবার। এ ব্যাসায়ে মালিক থাকবে একাধিক যে যে মালিকানা বিনিয়োগ করেছে মূলত তারাই মালিক থাকবে। এক্ষেত্রে ভুল বুঝাবুঝির প্রবনতাও বেশি থাকে। তাই যৌথ মুলধনী কারবারের চেয়ে এক মালিকানা ব্যাবসায় সর্বউত্তম। আশা করি উত্তরটা পেয়েছেন। -ধন্যবাদ-

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ